নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে পুলিশ এফআইআর দায়ের করল কৈলাস বিজয়বর্গীয়,দিলীপ ঘোষ,মুকুল রায় সহ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে। দায়ের হয়েছে তিনটি এফআইআর,যার মধ্যে দুটি এনজেপি থানায় এবং একটি শিলিগুড়ি থানায়।
সোমবার উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির ফুলবাড়ি ও তিনবাত্তিমোড় এলাকা। এমনকি পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগোতে থাকে বিজেপি কর্মীরা। এরপর পুলিশ বিজেপি কর্মীদের আটকাতে কাঁদানে গ্যাস ও জলকামান চালায়।
এবং বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করেও পাথর ছুড়তে থাকে। এরপর এক বিজেপি কর্মী অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অশান্তি,হিংসা ছড়ানো,ট্রাফিক গার্ড ভাঙচুর,পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ কৃষকদের ডাকা ভারত বন্ধে সকালেই ধর্মতলায় পুড়ল মোদীর কুশপুতুল
এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। জানা গিয়েছে যে কৈলাস বিজয়বর্গীয়,দিলীপ ঘোষ,মুকুল রায় সহ একাধিক বিজেপি নেতাদের নামে এফআইআর করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584