এফআইআর অনিন্দ্য এবং দেবলীনার বিরুদ্ধে

0
107

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বিনোদন দুনিয়ার দুজন ব্যস্ত নাগরিক দেবলীনা দত্ত এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। সম্প্রতি তাঁরা নবমীতে গোমাংস রান্না এবং তা ভক্ষণ নিয়ে নানা কথায় মুখরিত হন এক চ্যানেলের চ্যাট শো-তে। তাঁরা জানান নিজেদের মূল্যবান মতামত এবং যুক্তি।

Anindya Chatterjee | newsfront.co

সূত্রের খবর অনুযায়ী, এই চ্যাট শো নজরে আসার পরই তাঁদের বিরুদ্ধে বিজেপি কর্মী তথা আইনজ্ঞ তরুণজ্যোতি তেওয়ারি ১৯ জানুয়ারি বাগুইহাটি থানায় এফ আই আর করেন।

অভিযোগকারী তরুণজ্যোত্যি লেখেন- ” আমি কলকাতা হাইকোর্টে নিয়মিত প্র‍্যাকটিস করি। আমি একজন শান্তিপ্রিয় হিন্দু নাগরিক। আমি দেবী দুর্গার উপাসক। গরুকে পুজো করি। গরুকে যে কাটবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে সংবিধানের ৪৮ নম্বর ধারায়। এই ধারা মেনে উত্তরপ্রদেশ, গুজরাটে গরু খাওয়া বন্ধ হলেও বন্ধ হয়নি আমাদের রাজ্যে।”

আরও পড়ুনঃ করোনা কবলে লিলি চক্রবর্তী

তাঁর মতে নবমীর দিন গরু খাওয়া ও রান্না নিয়ে জনতার দরবারে কথা বলাও আইনি অপরাধ। সুতরাং অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত গর্হিত অপরাধ করেছেন বলে তাঁর দাবি। তবে, জানা গিয়েছে বাগুইহাটি থানায় অভিযোগটি নাকি গৃহীত হয়নি। বিষয়টি বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখছেন বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here