সুদর্শন টিভির মুখ্য সম্পাদক সুরেশ চভানকের বিরুদ্ধে জয়পুরে দায়ের হলো এফআইআর

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সুদর্শন টিভির মুখ্য সম্পাদক সুরেশ চভানকে-র বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। আদিবাসী ও মিনা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

suresh chavhanke
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্প্রতি অমরগড় ফোর্টে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে মিনা সম্প্রদায়ের গোলমাল বাধে। সেই গন্ডগোলের বিষয় নিয়ে সুদর্শন টিভির মুখ্য সম্পাদক সুরেশ চভানকের মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গিরজ মিনা যিনি রাজস্থান আদিবাসী মিনা সেবা সংঘের একজন সদস্য। অভিযোগ দায়ের হয় জয়পুরের ট্রান্সপোর্ট নগর থানায়।

আরও পড়ুনঃ  Rakesh Asthana’s Appointment : আদালত অবমাননার মামলা নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে

অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ” গত ২৩ জুলাই সন্ধ্যাবেলা সুদর্শন টিভির সুরেশ চভানকে আমাকে এবং গোটা আদিবাসী সম্প্রদায়কে অত্যন্ত জঘন্য ভাষায় অপমান করেছেন। এবং তা তিনি দীর্ঘদিন ধরেই করে থাকেন। ” এফআইআরে আরো বলা হয়েছে, চভানকের উদ্দেশ্যই ছিল সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করা।

গিরজ মিনার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর রুজু করেছে সুদর্শন টিভির মুখ্য সম্পাদক সুরেশ চভানকের বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here