নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গুরু নানকের জন্মদিবসে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই যারপরনাই চটে যান পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং স্বভাবসিদ্ধ ভঙ্গীতে শুরু করেন ঝাঁঝালো আক্রমণ। প্রতিবাদী কৃষকদের জিহাদি বলে আক্রমণ করে বসেন কঙ্গনা।
নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একের পর এক স্টোরিতে ক্ষোভ উগরে দিতে থাকেন কঙ্গনা। প্রথমে আকাঙ্ক্ষা শান্ডিল্য নামে একজনের টুইট ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, এটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। সরকারের করা নিয়ম অমান্য করে রাস্তার লোকেরা যদি এবার আইন তৈরি করতে শুরু করে, তাহলে তারা তো জিহাদির সমান। অভিনন্দন সেইসব লোকেদের, যাঁরা এটা চাইছিলেন।
FIR registered against actor Kangana Ranaut in Mumbai for allegedly portraying the farmers' protest as Khalistani movement and calling them 'Khalistanis' on social media pic.twitter.com/qjuBmsPzYX
— ANI (@ANI) November 23, 2021
আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি পোস্ট করে লেখেন, আজ ইন্দিরা গান্ধীর জন্মদিন। একই সঙ্গে প্রতিবাদী কৃষকদের কটাক্ষ করে লেখেন যে, যখন দেশের মানুষের চেতনা যখন চলে যায়, তখন একমাত্র লাঠি দিয়েই তা ঠান্ডা করা সম্ভব। না হলে এদের আটকাতে স্বৈরতন্ত্র দরকার। এবং কৃষক আন্দোলনকে খলিস্তানি আন্দোলন বলে কটাক্ষ করেন কঙ্গনা।
আরও পড়ুনঃ ‘দলের নির্দেশ মেনেই যাবতীয় কাজ করব’, তৃণমূলে যোগদানের পর বললেন কীর্তি আজাদ
কঙ্গনার এইসব কান্ড কারখানাতেই মুম্বইয়ে অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, কঙ্গনার মন্তব্যে আঘাত লেগেছে শিখদের ধর্মীয় ভাবাবেগে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584