ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
এফআইআর দায়ের করা হল ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বিক্রি করতে চাওয়া সেই অজানা ওএলএক্স বিজ্ঞাপন দাতার বিরুদ্ধে।সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে সেই অজানা বিজ্ঞাপন দাতার বিরুদ্ধে গুজরাটে এফআইআর দায়ের করা হয়েছে।
FIR lodged against unknown person in Gujarat for putting out online advertisement to "sell" Statue of Unity for Rs 30,000 crore to "meet" government's "requirement for money" for hospitals and medical infrastructure to fight #COVID19: Police
— Press Trust of India (@PTI_News) April 5, 2020
“এমার্জেন্সি! হাসপাতাল এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সরঞ্জামের জন্য জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজনে স্ট্যাচু অফ ইউনিটি বিক্রি আছে।”এভাবেই স্ট্যাচু অফ ইউনিটি বিক্রি করতে চেয়ে কেউ একজন ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছিলেন। শুধুমাত্র তাই নয় বেঁধে দিয়েছিলেন দামও- ৩০ হাজার কোটি টাকা।
মজার ছলে দেওয়া সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়তে হয়েছিল ওএলএক্স কর্তৃপক্ষকে। দ্রুত ওএলএক্সের ওয়েবসাইট থেকে সেই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের সম্মানার্থে ও স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০১৮ সালের নভেম্বর মাসে বিশ্বের সর্বোচ্চ এই স্ট্যাচুর উদ্বোধন হয়। খরচ হয় ২৯৮৯ কোটি টাকা। গুজরাটের নর্মদা নদীর তীরে এই মূর্তিটি বর্তমানে ট্যুরিস্টদের আকর্ষনের কেন্দ্রবিন্দু।
(ফিচার ছবি: সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584