মনিরুল হক, কোচবিহারঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল কুরুচিকর মন্তব্য করার অভিযোগে প্রাক্তন রাজ্য বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস। শুক্রবার জেলার নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে কোচবিহার কোতোয়ালি থানায় রাহুল সিনহাকে গ্রেফতারের দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। প্রসঙ্গত, ২১ শে জুলাইয়ের অনলাইন ভাষণেও এই এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্ন তুলে বলেন, ”গুজরাতের লোক বাংলা চালাবে কেন? বাংলার লোকই বাংলা চালাবে।”এরপরই পাল্টা আক্রমণে নামে বিজেপি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি রাহুল সিনহাও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন।
তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন রাহুল সিনহা।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিজেপির বিক্ষোভ
শাসক দলের দাবি, রাহুল সিনহা যে ভাষা প্রয়োগ করেছেন একজন মহিলাকে রাজনৈতিক আক্রমণ করতে, তা কোনও রুচিশীল, ভদ্রমানুষ করেন না। এরপরই আসরে নামে তৃণমূল। রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে এফ আই আর করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এবিষয়ে কোচবিহার জেলার নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক বলেন, “রাহুল সিনহা রাজ্য সরকারের সমালোচনা না করে মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেন।
তিনি শুধু মুখ্যমন্ত্রী ই নন, তিনি একজন নারী ও বটে। আর সেই নারীজাতির অসম্মান করেছেন রাহুল সিনহা। তাই আমরা কোচবিহার কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করলাম। পুলিশ যাতে এই নিকৃষ্ট মানসিকতার রাজনৈতিক দলের নেতা রাহুল সিনহাকে গ্রেপ্তার করেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584