নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা নিয়ে ফেসবুকে পোষ্ট করার জেরে আলিপুরদুয়ারে এক শিক্ষিকার বিরুদ্ধে মামলা রুজু করলো পুলিশ। জানা গিয়েছে, আলিপুরদুয়ারে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোষ্ট করেছেন।
সম্পূর্ণ মিথ্যে এই তথ্য নজরে আসার পরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে স্বাস্থ্যদফতর। তারপরেই তাঁকে নোটিস পাঠায় পুলিশ আলিপুরদুয়ার শহরের সূর্য্য নগরের বাসিন্দা ওই প্রাথমিক স্কুল শিক্ষিকা গত মঙ্গলবার ফেসবুকে একটি পোষ্ট করেন।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কঃ কোচবিহারে বন্ধ নিউ সিনেমা হল
ফেসবুক পোষ্টে করোনা সন্দেহে একজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই শিক্ষিকা। বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে পড়তেই, দফতরের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়।
স্বাস্থ্য দফতরের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। তবে আদালত থেকে ওই শিক্ষিকাকে জামিন নিতে হবে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি।
আরও পড়ুনঃ ডোমকল প্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তৃণমূল কর্মীদের
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ ৫০৫/২ আই পি সি জামিন যোগ্য ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ওই শিক্ষিকাকে নোটিশ পাঠিয়েছি। ৪৮ ঘন্টার মধ্যে ওই শিক্ষিকাকে আদালতে গিয়ে জামিন নিতে বলা হয়েছে। তিনি আদালতে হাজির হয়ে জামিন না নিলে তাকে গ্রেফতার করা হতে পারে।”
এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ সুবর্ন গোস্বামি বলেন, “ আমাদের মিডিয়া স্ক্রিনিং সেল প্রথমে এই ঘটনা প্রত্যক্ষ করে। সাথে সাথে আমরা মৌখিকভাবে পুলিশকে অভিযোগ জানাই। পুলিশ ভালো কাজ করেছে। সোশ্যাল মিডিয়াতে করোনা নিয়ে কোনরকম মিথ্যে প্রচার করা একেবারেই বেআইনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584