অমৃতা চন্দ, কোচবিহারঃ
দিনহাটা থানা ও সাহেবগঞ্জ থানায় দিলীপ ঘোষের উস্কানীমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ডিওয়াইএফআই।
দিনহাটা থানায় দুপুর ৩:৩০ নাগাদ এই এফআইআর দায়ের হয়।
উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা অভিনব রায়, শুভ্রালোক দাস, উজ্জ্বল গুহ, মিলন শীল, অভিক সরকার, সোহম মুখার্জি সহ আরো অনেকে।
এজাহারের বয়ানে উল্লেখ করা ছিল , বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে জানতে পেরেছে যে, ভারতের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী দিলীপ ঘোষ, পিতা-মৃত ভোলানাথ ঘোষ, গত ইংরেজী ১২.১.২০২০ আনুমানিক সন্ধ্যা ৬ টায় রানাঘাটের সভায় পশ্চিমবঙ্গের এনআরসি ও সিএএ বিরোধীদের সরাসরি গুলি করে হত্যা করার জন্য নিধান দিয়েছেন। যা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেয় এবং মানবজাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া একজন সাংসদ উপরিউক্ত মন্তব্যে সরাসরি গুন্ডামি, হিংসা, নিজের হাতে আইন তুলে নেওয়া, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এবং বিভাজনের রাজনীতির উস্কানি নেওয়ার সামিল, উক্ত মন্তব্যের ফলে মনুষ্য সমূহে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
আইন শৃঙ্খলার অবনতি ও ব্যাপক ক্ষয় ক্ষতিকর সম্ভাবনা প্রবল। এই বিষয়কে উল্লেখ করে এজাহার দায়ের করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584