শিবশঙ্কর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
হরিরামপুরে বিজেপির দলীয় অফিস পুড়িয়ে দেওয়া সহ একাধিক বিজেপি নেতৃত্বের বাড়ি ভাংচুরের অভিযোগ উঠল
গতকাল রাত্রে হরিরামপুর এর বিজেপি অফিস সহ একাধিক দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। কিন্তু বহু সময় পেরিয়ে গেলেও এলাকায় দেখা নেই কোন পুলিশ প্রশাসনের ।
এই ঘটনার পরই আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে হরিরামপুরে এসে পৌঁছালেন দক্ষিণ দিনাজপুরের সাংসদ সুকান্ত মজুমদার। এইদিন সাংসদের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল হরিরামপুর থানায় গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সাথে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বর্তমানে বেশির ভাগ এলাকা থমথমে, দোকানপাট বন্ধ এবং মানুষজনের মধ্যে কালকে রাতে র আতঙ্ক এখনো বর্তমান।
যদিও এখনও অবধি এলাকায় পুলিশের দেখা নেই। যদিও তৃণমূল নেতা সোনা পাল দাবি করেছেন এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত না, এই ঘটনায় পুরোপুরি বিজেপির গোষ্ঠী কন্দলকেই দায়ী করেছেন সোনা পাল ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584