পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
নির্বাচনী কার্যালয় আগুন ধরানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর চোপড়ার দাস পাড়া এলাকায়।ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় পুলিশ।আজ সকাল থেকে কংগ্রেস কর্মীরা ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে,চোপড়া এলাকার দাসপাড়ায় নির্বাচনী কার্যালয় থেকে বাড়ি ফিরে যান কংগ্রেস কর্মীরা। বাড়ি ফেরার পর রাতে কেউ বা কারা নির্বাচনী কার্যালয় আগুন ধরিয়ে দেয়।কার্যালয় অর্ধেকটা অংশ পুড়ে যায় এবং কার্যালয় লাগানো পোস্টার ছিড়ে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।
অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কংগ্রেস কর্মীরা।আগুন আয়ত্তে আনে তারা।খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছায় পুলিশ।
আরও পড়ুনঃ আবার উত্তপ্ত বীরভূমের নানুর
এরই প্রতিবাদে আজ সকাল থেকে কংগ্রেস কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কংগ্রেস কর্মীদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।পুলিশ কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে বলেন।এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584