মনিরুল হক,কোচবিহারঃ
দলীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ তুললেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা বিদায়ী সাংসদ পার্থ প্রতিম রায়।
আজ তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের মোয়ামারি গ্রামে সুকুমার রায় নামে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ীতে যান। ওই পঞ্চায়েত সদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।কথা বলেন স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের সাথেও।
জিরানপুর এলাকার বাসিন্দা ওই যুব নেতা পরে জানান, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওই দলীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয়ে আগুন ধরিয়ে দেয়।নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা প্রশাসন যাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি জানিয়েছেন।
আরও পড়ুনঃ শালবনীতে বিজেপির তান্ডব,ঘরছাড়া তৃণমূল কর্মীরা,প্রশ্ন পুলিশের ভূমিকায়
অন্যদিকে বিজেপি তৃণমূলের তোলা ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, নিজের গোষ্ঠী কোন্দলের জেরে বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ এসব ঘটনা ঘটাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584