ভাস্কর ঘোষ, কান্দি: মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। ঘন কালো ধোঁয়ায় ভরে যায় হাসপাতালের বিভিন্ন বিভাগ। আতঙ্কে চিৎকার করতে থাকেন রোগীরা। শ্বাসকষ্ট হতে শুরু হয় রোগীদের। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের কর্মীরা এবং কান্দি থানার পুলিশ রোগীদের বাইরে বের করে আনে। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীরা সকলেই ভালো আছে। ঠিক সময়মত তাদের বাইরে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে কান্দি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের পাশে থাকা স্টোররুমে আগুন লাগে। কিছুক্ষনের মধ্যেই ঘন কালো ধোঁয়াই ভরে যায় হাসপাতালের সকল বিভাগ। খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ও হাসপাতাল কর্মীরা রোগীদের তড়িঘড়ি হাসপাতালের বাইরে নিরাপদ স্থানে বের করে আনে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584