বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়ি ফুলবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।
জানা গিয়েছে যে,এদিন ফুলবাড়ির সংলগ্ন বিস্কফার্ম বিস্কুট কারখানার সামনে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাংকারে অচমকাই আগুনের ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয়রা।এরপর তড়িঘড়ি খবর দেন পুলিশ ও দমকলকে।তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মূহুর্তের মধ্যে তেলের ট্যাংকারটির মধ্যে ছড়িয়ে পড়ে।দাউদাউ করে জ্বলতে থাকে।যদিও এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও দমকলকে দুটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীদের ঘন্টাখানেকের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ
কিভাবে আগুন লাগল তা জানা যায়নি।অপরদিকে জানা গিয়েছে যে ওই ট্যাংকারটির মধ্যে খাবারের তেল ভর্তি ছিল।যদিও এই ঘটনায় ফলে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস সড়ক বন্ধ করে দেওয়া হয়।আগুন লাগার কারন খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584