পঞ্চায়েত উপ-প্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বিধায়কের বিরুদ্ধে

0
56

মনিরুল হক, দিনহাটাঃ

দলের এক উপ-প্রধানের বাড়ি ও ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় নাম জড়াল তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহের।গতকাল রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে।ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শশধর রায় সিংহের বাড়ি ও ধানের গাদায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে।তাঁর একটি গরু ও দেড় বিঘা জমির ধান পুড়ে গিয়েছে।

ভস্মীভূত ধানের গোলা। নিজস্ব চিত্র

এছাড়াও তৃণমূল কংগ্রেসের নাজিরহাট ১ নম্বর অঞ্চল কমিটির সভাপতি সুধীর বিশ্বাসের একটি কার্যালয়েও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।ঘটনার পর সেখানে পুলিশ পিকেট বসিয়ে এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।অভিযোগ, ওইদিন বিকেলে বিধায়ক উদয়ন গুহ নিজে ওই এলাকায় যান।তাঁর নির্দেশেই ওই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ।নাজিরহাট ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর বিশ্বাস বলেন, “ আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল করে আসছি।মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী।তাঁর হাতকে শক্ত করার লক্ষ্যে কাজ করে যাব।কিন্তু যারা পরে এসে দলের নেতা হয়ে বসেছেন, প্রশাসনিক পদ পেয়েছেন।তাঁর উদ্দেশ্য কি, দলকে কতটা ভালোবাসে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।না হলে দলের কর্মী সমর্থকদের বাড়িতে আগুন লাগাতে দুষ্কৃতীদের লেলিয়ে দিতে পারে না।” যদিও উদয়ন বাবু অভিযোগের কথা অস্বীকার করে বলেন, “আমি বিকেলে ওই এলাকায় যাই।অগ্নি সংযোগের ঘটনা রাতের দিকে ঘটে।তখন তো কোন কিছু শুনিনি।পরে জানতে পারি আগুন লাগার ঘটনা ঘটেছে।অথচ ওই ঘটনার সাথে আমার নাম জড়ানো হচ্ছে।”

মোতায়েন পুলিশ। নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দিনহাটায় তৃণমূলের দুই গোষ্ঠী মাদার-যুব’র গণ্ডগোল চলছিল।সম্প্রতি দিনহাটায় মাদার গোষ্ঠীর ব্লক ও অঞ্চল স্তরের নেতা কর্মীদের দূরে সরিয়ে যুব গোষ্ঠীর নেতা কর্মীদের কাছে টেনে নেন উদয়ন বাবু।ওই রাজনৈতিক প্রেক্ষাপট বদলের জেরে দিনহাটা জুড়ে গণ্ডগোল চরম আকার নিয়েছে।বিধায়কের উপস্থিতিতে নয়ারহাটে দলের মাদার গোষ্ঠীর কার্যালয় থেকে পতাকা নামিয়ে তৃণমূল যুব কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেখানে একটি পথ অবরোধেও যুব কর্মীদের সাথে উদয়ন বাবুকে দেখা গিয়েছে।ওই ঘটনার পরেই নাজিরহাটে যান বিধায়ক।সেখানেও দলের অঞ্চল সভাপতির অফিসে ও উপ-প্রধানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটলে বিধায়কের নাম উঠে আসে।

আরও পড়ুনঃ বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here