সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল নথিপত্র। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর রাজবাটীতে বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় আগুনের ফুলকি দেখতে পেয়েই খবর দেওয়া হয়েছিল দমকল কেন্দ্রকে।কিন্তু অল্প সময়ের মধ্যেই সমগ্র প্রেসে আগুন ছড়িয়ে পড়ে।
দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্তে নিয়ে আসে।তবে এখনো ভিতরে ঢুকতে পারেননি কর্মীরা তার কারণ ব্যাপক পরিমান তাপ ভিতরে রয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা আগুন লাগার কথা শুনে ঘটনাস্থলে পৌঁছান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা না গেলেও প্রচুর নথিপত্র পুড়ে যে বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ রান্নাঘরের শর্ট সার্কিটে আগুন ছড়িয়ে ভস্মীভূত তিনটি বাড়ি
ঠিক কি কারণে আগুন লাগল? মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।তবে সমস্ত বিষয় খতিয়ে দেখে তবেই সিদ্ধান্তে আসা যাবে কেন আগুন লেগেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584