পিয়ালী দাস,বীরভূমঃ
ফের বিজেপির বিজয় মিছিল থেকে হামলা তৃণমূলের দলীয় কার্যালয়ে।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার মেলানপুর গ্রামে।
মঙ্গলবার রাতে স্থানীয় একটি বিজেপি পার্টি অফিসে বিজেপি কর্মীরা খাওয়া-দাওয়া করছিল, চলছিল গান বাজিয়ে উদ্দাম নাচ, ঠিক সেই সময় গ্রামের বাসিন্দা দুই তৃণমূল কর্মী বাবলু দাস ও শরৎ মাল বাড়ি ফিরছিল,অভিযোগ ওই দুই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বিজেপি পার্টি অফিস থেকে উড়ে আসে কটুক্তি। চিৎকার করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করে বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীর পথ আটকে বিজেপি কর্মীরা বলতে শুরু করে কেমন দিলাম, এই কথা শুনে দুই তৃণমূল কর্মী বাবলু দাস ও শরৎ মাল প্রতিবাদ করে, জানতে চাই কেন তাদের পথ আটকে এই ভাবে তাদের অপমান করা হচ্ছে, প্রতিবাদ করতেই বিজেপি কর্মীদের সাথে বচসা শুরু হয়ে যায় ওই দুই তৃণমূল কর্মীর সাথে, বচসা থেকে শুরু হয় হাতাহাতি, এরপর বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে বাবলু ও শরৎ মালকে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর
নেশাগ্রস্ত বিজেপি কর্মীরা এর পর পুরো গ্রামের তৃণমূল পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়, আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তৃণমূলের পার্টি অফিসটি।এরপর তারা অন্য এক তৃণমূল কর্মীর খড়ের চালায় আগুন লাগিয়ে দেয়। রাতভর গ্রামে উত্তেজনা থাকে, ঘটনার খবর পেয়ে আহমেদপুর থানার পুলিশ পৌঁছায়, সকাল হতেই বিশাল পুলিশবাহিনী মেলানপুর গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584