নিউজফ্রন্ট ব্যুরো, কলকাতাঃ
কলকাতা দমদমগামী মেট্রোর এসি রেকে আজ বিকেল ৫টা নাগাদ আগুন লেগে অভূতপূর্ব শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীদের দাবি রবীন্দ্রসদন স্টেশন ছাড়ার পরই তারা লক্ষ্য করেন আগুন। আগুন সমেতই ছুটতে থাকে রেক। ময়দান স্টেশনে ঢোকার কিছুটা আগে হঠাৎ বিকট আওয়াজে থেমে যায় রেক, বন্ধ হয়ে যায় আলো, রেক ভর্তি হয়ে যায় ধোঁয়ায়, শুরু হয় শ্বাস কষ্ট, ছড়িয়ে পড়ে আতঙ্ক, অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী। তারপর ড্রাইভার চেষ্টা করেন রেকটিকে ময়দান স্টেশনে ঢোকাতে। কিন্তু আগুন জ্বলতে থাকায় আবার থামিয়ে দেওয়া হয়।
তারপর মৃত্যু আতঙ্ক নিয়ে অপেক্ষা। হেল্পলাইনে ফোন করে কোন উত্তর না পেয়ে যাত্রীরা নিজেরাই কাঁচ ভেঙ্গে বেরিয়ে আসে। অনেকে আবার ইলেকট্রিক শক বা অন্য লাইনে ট্রেন চলে আসার ভয়ে ভেতরেই ঈশ্বরকে ডাকতে থাকেন। বাচ্চা ও বয়স্কদের অবস্থা ছিল আরও খারাপ। কোন ধরণের ঘোষণাও হয়নি। যাত্রীদের দাবি ঘন্টা খানেক শ্বাসরুদ্ধকর পরিবেশে আটকে থাকার পর তারা রেহাই পান। বেরিয়ে এসে যাত্রীরা তাদের ক্ষোভ উগরে দেন, অনেকে অঝোরে কাঁদতে থাকেন।
Kolkata Metro: Incident of fire between Rabindra Sadan and Maidan 20 mins ago. The fire has been put off by our staff through water from fire hydrants. West Bengal Fire Service and Kolkata Police Disaster Management group attending.Passengers being evacuated. pic.twitter.com/I3J1gkWNsm
— ANI (@ANI) December 27, 2018
আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেট্রোরেল সিপিআরও ইন্দ্রাণী বন্দোপাধ্যায়, বলেন যে খবর পাওয়া মাত্র মেট্রো কর্তৃপক্ষ উদ্ধারের জন্য তৎপর হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584