মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সোমবার ভোরে সুরাটের প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। ওই অগ্নিদগ্ধ কারখানার ভিতর থেকে ১২৫ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে অন্যান্যদিনের মতোই সুরাটের কাদোদরা এলাকায় একটি বড় প্যাকেজিং কারখানায় কাজ চলছিল। আর সেইসময় আচমকাই আগুন লাগে ওই কারখানায়।
Surat | Two persons dead, 125 people rescued after a fire broke out at a packaging factory in Vareli, Kadodara early morning today: Rupal Solanki, DySP, Bardoli Division#Gujarat pic.twitter.com/8Z9NXinYn4
— ANI (@ANI) October 18, 2021
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন ভোরে কারখানা থেকে আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। সেই দৃশ্য দেখেই দমকলে খবর পাঠানো হয়। কারখানার মধ্যে তখনও শতাধিক শ্রমিক কাজ করছেন। প্রাণে বাঁচার জন্য ভিতর থেকে শ্রমিকদের আর্তনাদ ভেসে আসছিল। এসব দেখে দ্রুত দমকলবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। তারপর দমকলকর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন। তবে ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। তাঁদের অক্ষত অবস্থায় ওই কারখানা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ স্পুটনিক ভি’র দেশ রাশিয়ায় একদিনে করোনায় মৃত্যু প্রায় ১০০০, টিকাকরণ মাত্র ২৯% নাগরিকের
পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় আগুন লাগার পর দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ছাদে। দমকলকর্মীদের দেখামাত্রই ওই ছাদ থেকে অনেকেই তাঁদের দিকে হাত বাড়িয়ে দেন প্রাণে বাঁচার জন্য। আবার অনেকে ছাদ থেকে ঝাঁপ দিয়েও বাঁচার চেষ্টা করেন। এর মধ্যে ১২৫ জনকে বাঁচানো সম্ভব হলেও আগুনে ঝলসে ২ জনের মৃত্যু হয়। তবে সুরাটের ওই কারখানায় কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584