মোহনা বিশ্বাস, কলকাতাঃ
শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মহেশতলার রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে আজ মঙ্গলবার দুপুরে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
জানা গেছে, রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে বিস্ফোরণ ঘটে ওই কারখানায়। এরপর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আরও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। ভিতরে বিস্ফোরণেরও শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এলাকা ঘিঞ্জি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ ২১ জুলাই রাজ্যজুড়ে শহিদ দিবসের পাল্টা মানবাধিকার দিবস পালন করবে বিজেপি
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584