মন্ত্রী স্বপন দেবনাথ নেতৃত্বে, নবদ্বীপ হাসপাতালকে জীবাণুমুক্ত কাজে দমকল কর্মীরা

0
128

শ্যামল রায়, নবদ্বীপঃ

বুধবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত করতে এগিয়ে এল নবদ্বীপ দমকল বাহিনীর কর্মীরা। এদিন জীবাণুমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং হাসপাতালে বাপ্পা ঢালী সহ অনেকে।

Nabadwip | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন।আর এরই প্রাক্কালে বিভিন্ন পুরসভা পঞ্চায়েত সমিতি এবং জেলার প্রতিটি হাসপাতালে চলছে জীবাণুমুক্ত করার কাজ। ইতিমধ্যে এই কাজে যুক্ত হয়েছেন দমকল বিভাগের কর্মীরাও।

minister | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন প্রান্তের বিল্ডিংগুলো জীবাণুমুক্ত করল দমকল কর্মীরা। মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত থেকে বলেন যে, ‘করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে। কারণ এই রোগ অতি ভয়ঙ্কর, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় এবার দুঃস্থদের পাশে দাঁড়ালো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাব্য-কলা

তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন যথেষ্ট তৎপর হয়েছেন, তাই সকলকে সচেতন করতে আমিও বিভিন্ন জায়গায় গিয়ে অসহায় গরীবদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পারছি।পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলি জীবাণুমুক্ত করার কাজে নিজেকে উপস্থিত রাখতে পেরে খুব ভালো লাগছে’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here