নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্যে করোনা ভাইরাসকে নিয়ে সচেতনতার শেষ নেই। সংক্রমণকে ঠেকাতে রাজ্যের কোথাও না কোথাও প্রচার চলছে জোরকদমে। যে যেমন পাচ্ছে তেমন ভাবেই প্রচার চালাচ্ছে। কেউ আবার কর জোরে, তো কেউ আবার লিফট লেট বিলির মাধ্যমে চালাচ্ছেন প্রচার।
এবার তেমনই সচেতনতার প্রচার দেখা গেল আলিপুরদুয়ার জেলার অসম সীমানা সংলগ্ন বারোবিশাত এলাকায়। ওই এলাকার দমকল কেন্দ্রের তরফ থেকে বারোবিশার জনগনের উদ্দেশ্যে, সচেতনতা মূলক প্রচার চালালেন বারোবিশা দমকল কেন্দ্রের কর্মীরা।
আরও পড়ুনঃ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে পঁচিশ হাজার মানুষ
এদিন দমকলের গাড়িতে লাগানো মাইক এর সাহায্যে এই সচেতনতা চালায় তাঁরা । পাশাপাশি যেসব এলাকায় জামায়েত হয় সেইসব জায়গায় ফিনাইল মিশ্রিত জল স্প্রে করা হয়। এছাড়াও এদিন সংশ্লিষ্ট এলাকার বাজার সহ বিভিন্ন জায়গাতে পালা করে জীবাণু মুক্ত স্প্রে করার কাজও করেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584