নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুরাতন মালদহের বেশ কিছু এলাকায় জীবাণুনাশক ওষুধ দিয়ে স্যানিটাইজারের কাজ করলেন দমকল কর্মীরা। পুরাতন মালদহ সাহাপুর হাইস্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল।
সময়সীমা সমাপ্ত হয়ে যাওয়ার পর সেই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেই স্কুলটি জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজারের কাজ চালায় দমকল বিভাগের কর্মীরা। সাহাপুর হাইস্কুল সহ সংশ্লিষ্ট এলাকার একটি কিষান মান্ডি, সাহাপুর গ্রামও জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ করা হয়।
আরও পড়ুনঃ টেস্ট নেগেটিভ আসায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেলেন শ্রমিকরা
পঞ্চায়েত অফিস এলাকার একটি বাজারে জীবাণুনাশক ওষুধ দিয়ে স্যানিটাইজারের কাজ করেন দমকলের কর্মীরা। উপস্থিত ছিলেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উকীল মণ্ডল, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য মন্দিরা মণ্ডল সহ জেলার দমকল দফতরের কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584