নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জনবহুল এলাকা গুলিতে একবার স্যানিটাইজ করলেই হয় না বরং ধারাবাহিকভাবে বারবার তা করা উচিত। আর তাই এই বিষয়টিকে সামনে রেখেই রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি ইসলামপুর দমকল কেন্দ্রের সহযোগিতায় পুলিশ ফাঁড়ি ও স্বাস্থ্য কেন্দ্র স্যানিটাইজ করা হল শনিবার।
তবে প্রশাসনের তরফে দমকল কর্মীদের সাহায্যে সদর চোপড়ার একাধিক জায়গায় স্যানিটাইজ করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন স্যানিটাইজেশনের পাশাপাশি এলাকায় পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে ব্লিচিং পাউডার সহ কীটনাশক ছড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এলাকা ভিত্তিক ভাবে এই কাজ করা হবে।
আরও পড়ুনঃ সংক্রমণ ঠেকাতে ‘নো মাস্ক, নো সেল’ বাজার বসলো পঞ্চায়েত এলাকায়
এদিন চোপড়ার সদর এলাকায় করোনা মোকাবিলায় ব্লকের অন্যান্য এলাকাতেও এই ধরণের অভিযানের দাবি উঠছে। যদিও চোপড়ার বিডিও জুনেইদ আহমেদ বলেন, “এদিন দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র, থানা, বিডিও অফিস ও স্থানীয় দুটি কোয়ারেন্টাইন সেন্টার চোপড়া কলেজ ও সদ্ভাবনা মণ্ডপ সহ আরও কিছু জায়গা স্যানিটাইজ করা হল। পরবর্তীতে গ্রামীণ এলাকায় কাজে নামবেন তাঁরা। এছাড়াও এলাকার সবকটি বড় বাজার, ব্যাংক ও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্যানিটাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584