ভাস্কর ঘোষ, সালার, ২৩ মার্চঃ- ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে গেল ৩৫ বিঘা জমির খড় এবং ২ বিঘা জমির সরশে। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের সালার থানার শালিন্দা গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের প্রায় ঘন্টা পাঁচেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সেখানে কোন প্রাণহানির কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার কারন জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে শালিন্দা গ্রামের ঘোষে পুকুরের পাড়ে সমীর হাটুইয়ের একটি মস্ত খড়ের পালুইয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারন করে। আগুনে শিখা দাউদাউ করে জ্বলতে থাকে। পড়ে ওই আগুন পাশে থাকা আরও ৩ টি পালুইয়ে ছড়িয়ে পড়ে। আগুনের ধোওয়া দেখে স্থানীয়রা ছুটে এসে বালতি ও মেশিনের সাহায্যে জল দিয়ে তা নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন পুরোপুরিভাবে নেভাতে প্রায় ঘন্টা পাঁচেক সময় লেগে যায় স্থানীয়দের।
এদিন সমীর হাটুই-র ১৫ বিঘা জমির খড় ও ২ বিঘা জমির সরশে। শৈলেন মাঝির ৬, অনাথ হাটুই -র ৮ এবং সুভেন মাঝির ৬ বিঘা জমির খড় আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়।
সমীর হাটুই বলেন, আমার বিঘা ১৫ জমির খড়ের বিশাল পালুই ও ২ বিঘা জমির সরশে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিশেষ করে সারা বছরের গরুর খাবার নষ্ট হয়ে গিয়েছে। কি করব বুঝতে পারছিনা।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় মন্ডল বলেন, এই মাঝ মাঠে খড়ের পালুই। একজানে আগুন লাগার কোন কারন নেই। নিশ্চয় কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে। এখানে চারটি বড় খড়ের পালুই ও ২ বিঘা জমির সরশে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আনুমানিকভাবে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ছবিঃ-
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584