নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
সাত সকালে পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনায় আগুন লাগে টুরিস্ট বাসে। দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক মোটর বাইক চালক। এই ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকটি ছাগলের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।
ঘটনাটি ঘটে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর পীরতলা এলাকায়। জানা যায়, ঘাটালের দিক থেকে আসা ছাগল বোঝাই স্কুটিকে দাসপুর পীরতলায় এলাকায় ধাক্কা মারে দশ চাকার একটি লরি। সঙ্গে সঙ্গে মোটরবাইকটি উল্টে গিয়ে ছাগল সমেত কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক টুরিস্ট বাসে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে স্কুটিতে আগুন ধরে যায়। স্কুটি থেকে পাশে থাকা এক টুরিস্ট বাসেও তখনি আগুন লেগে যায়।
আরও পড়ুনঃ মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে স্কুটি চালককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠান। স্কুটিতে থাকা কয়েকটি ছাগল মারা যায়। এই দুর্ঘটনায় সাময়িকভাবে স্তব্ধ হয় ঘাটাল পাঁশকুড়া সড়কে যানচলাচল। পরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে। ঘাতক লরিকে আটক করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584