সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বিষ্ণুপুর থানার আমতলা হিমালয় মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ। আগুন লাগে হিমালয় মার্কেটের একটি টায়ারের গোডাউনে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। দমকলকে খবর দেওয়া হয়।

দমকলের ২ টি ইঞ্জিন এসে চার পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্থ টায়ারের গোডাউনটির মালিকের নাম শামসুদ্দিন মন্ডল। এই অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে অসম, বিহারের বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ লক্ষ মানুষ
সাপ্তাহিক লকডাউনের কারনে গতকাল বাজার বন্ধ ছিল। প্রাথমিক অনুমান ইলেক্ট্রিক শট সার্কিট থেকেই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ইলেক্ট্রিকের মেইন সুইচ অফ থাকা সত্ত্বেও কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। পুরো ঘটনাটির তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584