সুদীপ পাল,বর্ধমানঃ
মোটর সাইকেল গ্যারেজে মেরামতের কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায়। গ্যারেজ থেকে বের হতে না পেরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা গেলেন তুফান ঘোষ (১৮) নামে এক কর্মচারী। আহত হন আরও একজন। কাঁকসার পানাগড় গ্রাম মোড়ের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যদিনের মতই গ্যারেজে গাড়ি মেরামতির কাজ চলছিল,হঠাৎ করেই আগুন লেগে যায়। গ্যারেজের ভিতর তুফানবাবু কাজ করছিলেন কিন্তু চেষ্টা করেও বেরিয়ে আসতে পারেননি ফলে জীবন্ত দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। দমকল কে খবর দেওয়া হয়। প্রায় কুড়ি মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও দেরি করে দমকল আসে। দমকল সূত্রে বলা হয় আগুন লাগার কারন খতিয়ে দেখা হবে তবে তাদের দেরি আসার অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584