সুদীপ পাল, বর্ধমানঃ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা করে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই ওই এলাকা সংলগ্ন বিজেপির একটি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার কেশবপুর গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে।
বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে এই কাজ করেছে তৃণমূল। বিজেপির খণ্ডঘোষ মন্ডল, সভাপতি অরূপ ভট্টাচার্য পুলিশের কাছে ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সকলেই তৃণমূলের কর্মী বলে পরিচিত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।
জানা যায়, রায়নার সেহারাবাজারে জনসভা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেশবপুর গ্রাম থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা স্বামীর
বিজেপির এই বাড়বাড়ন্ত সহ্য করতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কর্মীরা– অভিযোগ করছেন বিজেপি নেতা অরূপবাবু। তাঁর বক্তব্য, বিজেপির উত্থানে তৃণমূলের ঘুম ছুটে গেছে তাই সন্ত্রাস করে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।
যদিও এই ঘটনায় তৃণমূলের কোন যোগাযোগ নেই বলে দাবি করছেন তৃণমূল জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম। তিনি বলেন, পার্টি অফিস পোড়ানোর কালচার তৃণমূলের নেই। নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে পার্টি অফিস পুড়িয়ে তৃণমূলের ঘাড়ে মিথ্যে অপবাদ চাপাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584