ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত শঙখ দোকান

0
100

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের৷ স্থানীয় সূত্রে খবর, রবিবার রোজকার মতন সকাল থেকে দোকান খোলা ছিল মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকার নন্দী শংখ স্টোর৷ তারপর রবিবার দোকান বন্ধের পর রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দোকানের ভেতর থেকে ধোঁয়া দেখতে পান এলাকাবাসী ও পথচলতি মানুষেরা৷ তাদের সন্দেহ হলে তারা দমকল বাহিনীতে খবর দেন৷ নিমেষের মধ্যে দোকানের ভেতর থেকে আগুনের ফুলকি বাইরে বেড়িয়ে আসে এবং ভয়াবহ রূপ নেয়৷

নিজস্ব চিত্র

প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু পরিস্থিতি বেসামাল দেখে আরো দুটি ইঞ্জিন আনা হয়৷ দমকলের মোট তিনটি ইঞ্জিন ঘন্টা খানেক চেষ্টা করেও রাত বারোটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি৷ স্থানীয় লোকজনেদের মধ্যে আতঙ্কের দেখা দেয়। উল্লেখ্য মেদিনীপুর শহরের রাজাবাজারে সবজী, ভুসিমাল, রেডিমেড গার্মেন্টস, মিষ্টি দোকান সহ একাধিক দোকানে রয়েছে৷ রয়েছে কয়েকটি ফ্ল্যাটও৷ তাই আগুন ছড়িয়ে পড়লে অন্যান্য দোকান বা বাড়িতে লাগতেও পারে এমন আতঙ্কে রাতের ঘুম কেড়ে নেয় এলাকার সকলের৷ দমকল সূত্রে জানা গেছে দোকানটির ভেতরে কোনো কারনে ইলেক্ট্রিক শট সার্কিটের ফলে এই বিপত্তি হয়৷

নিজস্ব চিত্র

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নন দমলক বাহিনীর আধিকারিকরা৷ অন্যদিকে দোকানের কর্ণধারের তরফে জানা গেছে সিটি গোল্ড, শঙ্খ সহ একাধিক সাজসরঞ্জামের স্টক ছিল তার দোকানের ভেতরে৷ সবে মিলে কয়েক লক্ষ টাকার দ্রাব্যাদি পুড়ে ছাই হয়ে গেছে৷ ঘটনার জেরে থমথমে হয়ে যায় রাজাবাজার চত্বর৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here