নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে চতুর্থ তলায় আগুন লাগা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল অফিস জুড়ে। সূত্রে জানা গেছে একটি ইলেকট্রনিক চেঞ্জারে শর্ট সার্কিট এর জেরে আগুন লাগে ৷ হঠাৎই এই ধরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা অফিস চত্বরে।এরপর সাময়িক ভাবে এলাকায় ইলেকট্রিক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
অফিসের কর্মীরা অফিসে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার এর গ্যাস এর মাধ্যমে আগুন নিভিয়ে ফেলে। পরে দমকল বাহিনী আসে। যদিও দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
প্রাথমিকভাবে দমকলের তরফ থেকে জানানো হয় চেঞ্জার এর ভেতর ইঁদুর ঢুকে যাওয়ায় এই ঘটনা ঘটে।ঠিক ওই সময় জেলাশাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ মিটিং হলেও সাময়িকভাবে মিটিং থামিয়ে খোঁজখবর নেন জেলাশাসক ৷
ঘটনাস্থলে দমকল এর ডিভিশনাল অফিসার এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে আশ্বস্ত করেন জেলাশাসক কে। যদিও এই ঘটনায় সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুনঃ কোচবিহারের মদন মোহন মন্দির খুলে দেওয়া হল
কিছু সময় পরে জেলাশাসকের দফতরে ইলেকট্রিশিয়ান এসে মেরামতের কাজ শুরু করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584