নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এসএনসিইউ ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন ভোরবেলা একটি ফ্যানের রেগুলেটর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান কিছু জন। এই দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই দেখে তরিঘড়ি এসএনসিইউ-তে থাকা ৫৬ জন শিশুকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এবং ঘটনার খবর পেয়েই ছুটে আসেন সেই সকল শিশুদের পরিবারের সদস্যরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল। এরপর দমকলকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিক ভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ বনদফতরে চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার দুই
এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন যে ৫৬ জন শিশু সুস্থ আছে। তাদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584