নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
হালিশহরে গভীর রাতে দুষ্কৃতীরা জ্বালিয়ে দিল বিজেপির দলীয় কার্যালয়। ঘটনাটি ঘটেছে হালিশহর বাড়ি ভাড়া ঝিলপাড় জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে। অভিযোগের তীর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর ছবি দাস তিনি পার্টি অফিস দখল করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি তাই এই ঘটনা।তিনি আরও বলেন তাদের বিজেপি কর্মীকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে।
এবিষয়ে তৃণমূল কাউন্সিলর ছবি দাস বলেন, পুরোটাই সাজানো। নিজেদের কার্যালয় নিজেরাই জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এরকম বলছে বিজেপি।
আরও পড়ুনঃ দেগঙ্গায় পথ দুর্ঘটনা, মৃত ২ আহত ২
তিনি আরও বলেন গতকাল আমার স্বামী রতন দাস তাকে মারধর করে বিজেপি কর্মীরা।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কে কেন বিজেপি দলীয় কার্যালয় জ্বালিয়ে দিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584