নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের মালঞ্চতে রামবাবুর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।দুই থেকে চার রাউন্ড গুলি চলে বলে সুত্রের খবর। কেউ হতাহত না হলেও ঘটনা নিয়ে চাঞ্চল্য রেলশহরে।
সকাল সকাল গুলি চলল রেলশহর খড়্গপুরে।

গুলি চলল খড়্গপুরের এককালের ত্রাস বাসব রামবাবুর বাড়ি লক্ষ্য করে। স্থানীয় সূত্রে খবর মোট চার রাউন্ড গুল চলে। অভিযোগ তিন চার জন বাইকে করে এসে এই ঘটনা ঘটিয়েছে। রামবাবুর বাড়ির সামনের দিকে তিনরাউন্ড গুলি চালানোর পর পিছনের দিকেও এক্ক রাউন্ড গুলি চলে।

সকাল সকাল এই ধরনের গুলি চালানোর ঘটনা নিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য যার বাড়ি, সেই রামবাবু শ্রীনু নাইডু খুনের অভিযোগ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দি তাসত্ত্বেও হঠাৎ তার বাড়ি লক্ষ্য করে কেন গুলি চলল তা নিয়ে ধন্দে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584