শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
দেশের শেষ সীমায় অবস্থিত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা লালগোলা। বহু গৌরবাজ্বল ইতিহাসের পীঠভূমি এই লালগোলা। বহু গৌরবান্বিত ইতিহাস তৈরি করে অসংখ্যবার খবরের শিরোনামে চর্চায় উঠে এসেছে এই সীমান্তবর্তী এলাকা। কিন্তু বর্তমান লালগোলা অতীতের লালগোলার বিপরীত মেরুতে অবস্থান করেছে। এখানকার লালগোলা মানে স্মাগলিং, কালোবাজারি, মাদকদ্রব্য ও চোরাচালানকারীদের আঁতুড়ঘর। শিক্ষা, স্বাহ্য ও চিকিৎসা পরিষেবা সহ যাবতীয় মৌলিক চাহিদার বিষয়বস্তু গুলি থেকে পিছিয়ে থাকা লালগোলা এখনও খবরের শিরোনামে উঠে আসে। তবে এই শিরোনামে উঠে আসাটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে লজ্জার ও যন্ত্রণার।
এখন প্রায়ই দিনই লালগোলার বিভিন্ন প্রান্তে প্রসাশন তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিভিন্ন মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন মানবতা বিপন্ন কারী জিনিসপত্র। বেশ কয়েক দিন ধরে পুলিশ লালগোলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লাখ টাকার মাদকদ্রব্য হেরোইন, সাথে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং কিছু গুলি উদ্ধার করেছে। সঙ্গে এই চক্রের সাথে জড়িত তিনজন ব্যক্তি কে গ্রেফতার করেছে পুলিশ।
লালগোলা পুলিশের বয়ান অনুযায়ী, “লালগোলার নতুন গ্রাম ও কদমতলা এলাকায় তল্লাশি চালিয়ে এই সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তারিকুল নামে এক ব্যক্তি ৩০০ গ্রাম হেরোইন নিয়ে গ্রামের একটি কবর স্থানের কাছে অপেক্ষা করছিল, খবর পেয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও কদমতলা এলাকায় অভিযান চালিয়ে ঐ সমস্ত আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করে। কদমতলা থেকে ধৃতদের নাম হল জহিরুল ইসলাম ও যদু শেখ।”
আরও পড়ুনঃ ডোমকলে হার্ডওয়্যারের দোকানে আগুন, নিয়ন্ত্রণে দমকলবাহিনী
ইতিমধ্যে ধৃতদের জেলা আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। লালগোলার থানার এমন বীরত্ব পূর্ণ কর্মকান্ডে স্বভাবতই খুশি পুরো লালগোলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584