নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ জঙ্গলমহলে কি ফের মাথা চাড়া দিচ্ছে মাওবাদী সন্ত্রাস?
ভোটের মুখে জঙ্গলমহল থেকে অস্ত্র ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।
চলছে লোকসভা নির্বাচন। জঙ্গলমহলে আগামী ১২ মে ভোট।আর আগেই এক সপ্তাহের মধ্যে দুই জায়গাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এই প্রশ্ন এখন সবার মনে।কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের অন্তর্গত গুড়গুড়িপাল থেকে উদ্ধার হয় দুটি ল্যান্ডমাইন।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।নিজস্ব চিত্র
তারপরই আজ ফের উদ্ধার হল একটি বন্দুক।এবার অস্ত্র উদ্ধার হল বাঁকুড়ার সারেঙ্গাতে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সারেঙ্গা থানার পুলিশ সারেঙ্গার সারুলিয়ার জঙ্গলের একটি নালার পাশে গাছের ডালপালা দিয়ে ঢাকা অবস্থায় একটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ কংগ্রেস করার অপরাধে একঘরে,পাশে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী
কি করে এই আগ্নেয়াস্ত্র এখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ করা যায় একসময় এই এলাকাগুলি মাওবাদীদের মুক্তাঙ্গন ছিল। তারা এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যাবহার করতো।মাওবাদীরাই এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
যদিও এই অস্ত্র উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন মেদিনীপুর বাঁকুড়া জঙ্গল সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছে। অস্ত্র উদ্ধারের পর চেকিং আরও বাড়ানো হবে পুলিশ সুপার আরও বলেন শুধুমাত্র অস্ত্র উদ্ধার হয়েছে,কিন্তু কাউকে ধরা যায় নি।
ভোটের মরশুমে জঙ্গলমহল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মনে এখন লাখ টাকার প্রশ্ন আবার কি মাথা চাড়া দিল মাওবাদী?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584