নাটকীয় ভঙ্গীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার বহরমপুরে, ধৃত ৪

0
107

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

বুধবার বিকেল নাগাদ বহরমপুর থানার অন্তর্গত নিমতলা মোড়ে বাজার এলাকায় নিমতলা হাইস্কুলের সামনে চারজন দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ।

ধৃত।নিজস্ব চিত্র

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল, দুটি চাকু, তিন রাউন্ড কার্তুজ, তিনটি মোবাইল।

বাজেয়াপ্ত গাড়ি। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে চার ধৃত সুজন শেখ, সেন্টু শেখ, মিলন শেখ, রহমান শেখ মুর্শিদাবাদের ইসলামপুরের চরগোপালপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কোন একটা উদ্দেশ্য নিয়ে ইসলামপুর থেকে বহরমপুরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ অপেক্ষা করছিলেন। একপ্রকার নাটকীয় ধাঁচে দুষ্কৃতীদের হাতেনাতে ধরলেন বহরমপুর থানার পুলিশ।তৎক্ষণাৎ তল্লাশি চালিয়ে বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেন। দুষ্কৃতীদের পুলিশের গাড়িতে তুলে বাজেয়াপ্ত করা সরঞ্জাম সহ মারুতি ভ্যানটি থানায় নিয়ে যান। ধৃতরা আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here