কোচবিহারে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩

0
65

মনিরুল হক, কোচবিহারঃ

ফের বড় সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। আজ সকালে কোচবিহার কোতোয়ালি থানার ঘুঘুমারি রেলগেট থেকে এই ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

gun | newsfront.co
আগ্নেয়াস্ত্র ৷ নিজস্ব চিত্র

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে অভিযান চালায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘুঘুমারি রেলগেট এলাকা থেকে ধৃত ওই ৩ দুষ্কৃতীকে প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃত ওই তিন দুষ্কৃতীর নাম সোলেমান মিয়াঁ(৪৪) বাড়ি দিনহাটা থানার পুটিমারি ২নং গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা এলাকায়, রানা হক(২১) বাড়ি দিনহাটা থানার ১৬ নং ওয়ার্ডের আদর্শ পাড়া এবং আজিনুর হক(২২) বাড়ি দিনহাটা থানার পেটলা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙ্গার এলাকায়।

police | newsfront.co
নিজস্ব চিত্র

ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি হুন্ডাই ইওন গাড়ি, ৭টি ৭ এমএম পিস্তল, ১৫টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড ৭.৬৮ এমএম গুলি, ৮টি হাতে তৈরি পিস্তল ও ১০ রাউন্ড ৮ এমএম গুলি। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুনঃ কোচবিহারে জেলা সভাপতির পদে বসে গোষ্ঠী কোন্দল ঠেকানোয় চ্যালেঞ্জ পার্থর

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কোচবিহার শহরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। সেই লকডাউন সফল করতে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশকে। তারই মধ্যে জেলায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতে পুলিশের সক্রিয়তার প্রশংসা জানিয়েছেন জেলাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here