বিদ্যাসাগর বিদ্যাপীঠে আতশ বাজি ও বিজয়া উৎসব

0
89

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের স্কুলে বঙ্কিম স্মৃতি ‘সব পেয়েছির’ আসরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আতশ বাজি উৎসব পালিত হল।স্কুলের প্রধান শিক্ষক অরূপ ভুইয়্যা ফানুস উড়িয়ে সূচনা করেন।আসরের ছেলে মেয়েরা ও তাদের অভিভাবকরা অংশ নেয়।

ওড়ানো হচ্ছে ফানুস। নিজস্ব চিত্র

সেই সাথে বিজয়া উৎসব এবং সবপেয়েছির আসরের প্রতিষ্ঠাতা অখিল নিয়োগী জন্মদিন পালন করা হয়।বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৬ জানুয়ারি প্রদ্যুৎ স্মৃতি সদন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে নাচ, ছড়া, নাটকের মহড়া অনুষ্ঠিত হয় এদিন। অনুষ্ঠানে হাজির ছিলেন,অঞ্চল কার্যকরী যুগ্ম সংগঠক পূর্ণেন্দু জানা,আসর যুগ্ম সংঘমিত্র নিখিল দাস, কোষাধ্যক্ষ সুব্রত খাঁড়া।

আরও পড়ুনঃ সীমান্ত ছাড়িয়ে কালি পুজোর মাহাত্ম প্রচার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here