নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
সোমবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম মানুষের হৃদয়ে লেখা রয়েছে সেই নাম ডাষ্টার দিয়ে হাজার চেষ্টা করুক দিলীপ ঘোষ মুছে ফেলতে পারবে না।

অপরদিকে দলবদল প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এক সমুদ্র, কেউ একবাটি জল তুলে নিবে আবার কেউ একবাটি জল দিয়ে দেবে এ নিয়ে এত ভাবলে হবে না। তৃণমূল কংগ্রেসের সৃষ্টি থেকে আমি রয়েছি মহাত্মা গান্ধী ও সুভাষের আদর্শ নিয়ে আমরা কাজ করি।
আরও পড়ুনঃ অসমে তিনগুণ বাড়ল বাঘের সংখ্যা

আরও পড়ুনঃ ব্রহ্মপুত্র নদের উপর বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা চিনের, সমস্যায় পড়ার সম্ভাবনা ভারতের
আমরা গান্ধী হত্যার সাথে জারা জড়িত তাদের সাথে কাজ করি না।” এর পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারি প্রসঙ্গে বলেন যে, শুভেন্দুু দলেই আছে। তাই তার প্রসঙ্গে কোন কথা বলা ঠিক নয়। রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, তিনি তার চেয়ারের কি কাজ তা বুঝে উঠতে পারছেন না।
উনি যা বলছেন ঈশ্বর উনাকে ক্ষমা করুক। বিজেপির চায়ে পে চর্চা কে কটাক্ষ করে বলেন এতে শুধু খরচা,তৃণমূল চায়ে পে চর্চা করে না। যা কথা হবে রাজনৈতিক টেবিলে বসে কথা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584