জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
সিবিআই তদন্ত কি নিরপেক্ষ? আনিস খুনে সিবিআই তদন্ত প্রসঙ্গে বললেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘এটা আমার কথা নয়, আদালতের কথা.. সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি। তাই সিবিআই হলেই সে ধোয়া তুলসী পাতা, যে অফিসার সিবিআই -এর কাজ করছে সে একদম স্বর্গ থেকে এসেছে তা তো নয়। এই পুলিশ অফিসারদের মধ্যে দিয়েই সিবিআইয়ের লোক যায় সুতরাং সিবিআইকে দিয়ে করলে তদন্ত হবে সিটকে দিয়ে করলে হবে না তা নয়।’

সিটে সিনিয়র মোস্ট অফিসাররা রয়েছেন এবং সত্যতা উদঘাটন হবেই। বরং সিবিআইকে দিয়ে করলেই পক্ষপাতিত্ব হয় যে কারনে সিবিআইয়ের আমার ওপর আঘাত এসেছে, শুভেন্দুর ওপর আসেনি সুতরাং সিবিআই করলেই যে সব ঠিক হয়ে যাবে তা হয় না সুতরাং নিরপেক্ষ তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন করবে। তার কারণ গণতন্ত্র নিরপেক্ষতায় বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি আরও বলেন, সিবিআই করা ইন্টারপোল করা, এটাতে সমস্যার সমাধান নয় প্রেসের সামনে কিছুদিন টিআরপি আর হইহই। কিন্তু প্রকৃত দোষীকে ধরতে হবে, শাস্তি দিতে হবে আমরা সেদিকে প্রতিজ্ঞাবদ্ধ যে দোষীকে শাস্তি দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিজে বলেছেন পরিবারের পাশে আছেন। আলটিমেটলি ছয় বা দশ দিন বাদে আর কেউ থাকবে না ফাঁকা হয়ে যাবে। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই প্রকৃত দোষীদের শাস্তি হবে, আমাদের সবাইকে এই ভরসা রাখতে হবে, আপনারাও রাখুন।
আরও পড়ুনঃ আনিস হত্যার ঘটনায় সাসপেন্ড আমতা থানার ৩ পুলিশ কর্মী
এছাড়া এদিন নির্বাচনী সন্ত্রাস প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, নাচতে না জানলে উঠান বাঁকা। কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই তাই সন্ত্রাস সন্ত্রাস করছে। আমি প্রশাসনকে বলেছি মন্ত্রী হিসেবে তখন প্রচারে আসিনি, নিরপেক্ষভাবে চারিদিকে জয়জয়কার হচ্ছে তৃণমূল কংগ্রেসের। শিলিগুড়ি কলকাতা কৃষ্ণনগর আসানসোল চন্দননগর বিধান নগর সব জায়গায় বিপুল ভোটে মানুষ আশীর্বাদ করছে। সুতরাং মানুষ এখনো তৈরি হয়ে রয়েছেন মুর্শিদাবাদ তো আমার নিজের জায়গা, যেখানে দু-একজন ছাড়া সব এমএলএ তৃণমূল কংগ্রেসের।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে বেওয়ারিশ গরু নিয়ে জনগণের ক্ষোভের মুখে বিজেপি সরকার
সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপের মধ্যেই ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস এখানে প্রায় সব আসনে জিতেছে সুতরাং আমরা এখানে কোন সন্ত্রাসের পক্ষপাতী নই, নিরপেক্ষ ভোট হবে মানুষ ভোট দেবে। মমতা ব্যানার্জির দলকে বিশ্বাস করে ভোট দেবে এবং উন্নয়নের বাংলার সাথে মুর্শিদাবাদের বিভিন্ন পৌরসভা শামিল হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584