কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের

0
102

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। কমিশনের নির্দেশের আগেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন, দাবি ফিরহাদের।

Firhad Hakim | newsfront.co
ফাইল চিত্র

পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্বদের রাখা যাবে না বহাল করতে হবে রাজ্য সরকারি আধিকারিকদের, শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। তারপরই কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দেন মেয়র ফিরহাদ হাকিম। তবে তাঁর দাবি, কমিশন নির্দেশ জারি করার আগেই তাঁর পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের বেশিরভাগ পুরসভার মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে, কিন্তু করোনা অতিমারীর জেরে হয়নি পুরসভা নির্বাচন। এর ফলে পুরসভাগুলির মেয়র বা চেয়ারম্যান পদে যাঁরা ছিলেন তাঁদেরই পুর প্রশাসক নিয়োগ করা হয়।

ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের নির্দেশ জারি হয় । শনিবার নির্বাচন কমিশন নির্দেশ জারি করে যে বিধানসভা নির্বাচনের আগে এই পদগুলি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের রাখা যাবে না পরিবর্তে সরকারি আধিকারিকদের নিয়োগ করতে হবে।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তর সঙ্গে সেলফি আধিকারিকের, অভিযোগ দায়ের তৃণমূলের

পাশাপাশি, সোমবার সকাল ১০টার মধ্যে পুরপ্রশাসককে সরিয়ে পুরসভার দায়িত্ব দিতে হবে মুখ্যসচিবকে এবং রিপোর্ট দিতে হবে কমিশনকে, এই নির্দেশও দেয় নির্বাচন কমিশন। এই নির্দেশিকা পাওয়ার পরেই পশ্চিমবঙ্গের ১১২টি পুরসভায় প্রশাসক বোর্ড ভেঙে দিয়ে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়, তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভাও।

আরও পড়ুনঃ ঘন্টায় ১৫০ কিমি গতিবেগে আছড়ে পড়তে চলেছে ‘টাউকটে’

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যে আদর্শ আচরণবিধি জারি রয়েছে। কলকাতা সহ গোটা রাজ্যেই পুর প্রশাসক মণ্ডলীর একাধিক কর্তাব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু আদর্শ আচরণবিধি চলার কারণে তাঁরা দৈনন্দিন কাজে অংশ নিতে পারবেন না। কমিশনের নির্দেশ কতটা মানা হচ্ছে তা দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং ওই কমিটিই এই বিষয়টি নজরে রাখবে।

বিজেপি সহ বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল পুর কমিশনের একাধিক পদে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিন্তু তা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী। এই পদগুলিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের পরিবর্তে সরকারি আধিকারিকদের নিয়োগ করা উচিত। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here