নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নারদ মামলায় আজ স্থির হওয়ার কথা ছিল, ৪ অভিযুক্ত নেতার অন্তর্বর্তী জামিন কার্যকর হবে কিনা। সকাল ১১ টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে শুনানি শুরু হতে কিছুটা দেরি হলেও সময় যত এগোতে থাকে ক্রমশ নাটকীয় মোড় নিতে থাকে আজকের শুনানি।
জামিন নিয়ে মত বিরোধ দেখা যায় দুই বিচারপতির। বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে মত দেন কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ছিলেন জামিনের বিরুদ্ধে।অবশেষে আদালত নির্দেশ দেয় এই ৪জন তৃনমূল নেতাকে জেলে থাকতে হবে না তবে সিবিআইএর নজরে গৃহবন্দী থাকতে হবে। এই রায়ের বিরোধিতায় অভিষেক মনু সিংভি বলেন দুই বিচারপতির মতপার্থক্য হলে তৃতীয় বেঞ্চের কাছে যাওয়া উচিত।
আরও পড়ুনঃ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং’কে নোটিশ সিআইডির
তবে সিবিআই এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই রায়কে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আদালতের কাছে উল্লেখ করেন অভিষেক মনু সিংভি, তিনি এও বলেন যে ফিরহাদ হাকিমের অভাবে কোভিড নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রেই বাধা সৃষ্টি হচ্ছে।
আরেক তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় আজই বৃহত্তর বেঞ্চে আবেদনের আর্জি জানিয়ে বলেন এই মামলায় দ্রুত সিদ্ধান্ত হওয়া প্রয়োজন। তিনি আদালতে বলেন এই মহামারী পরিস্থিতিতে ফিরহাদ হাকিম না থাকা রাজ্যের ক্ষতি। বিচারপতি বলেন ফিরহাদ হাকিম বাড়িতে থেকে কাজ করতে পারবেন কিন্ত সবটাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে, কথা বলতে পারবেন না সংবাদ মাধ্যমের সঙ্গে।
আরও পড়ুনঃ করোনা যোদ্ধা হিসেবে ব্যাঙ্ককর্মীদের টিকাকরণে সম্মতি দিল রাজ্য সরকার
কল্যাণ বন্দ্যোপাধ্যায় গৃহবন্দী করার রায়ের বিরুদ্ধে আজই বৃহত্তর বেঞ্চে শুনানির আবেদন জানিয়ে বলেন,” ১৭ মে সিবিআই যদি বিকেল ৫ঃ৩০ টার সময় শুনানির আবেদন করতে পারে তাহলে আমরা কেন পারবো না?” বহু আইনি বাদানুবাদের পর আদালত বৃহত্তর বেঞ্চ গঠনের অনুমতি দেয়।তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে বাড়ি ফিরলেন ফিরহাদ হাকিম, তবে তাঁকে থাকতে হবে বাড়িতেই।
আরও পড়ুনঃ বাংলায় কিষাণ নিধির টাকা না পাঠানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলীপ ঘোষের
মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায় এই তিনজনকে থাকতে হচ্ছে হাসপাতালেই।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হয়েছে ৫ সদস্যের বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছাড়া এই বেঞ্চের বাকি সদস্যেরা হলেন বিচারপতি আইপি মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়। পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ২৪ মে ২০২১।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584