নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে বেশ কয়েকটি জেলায় সকাল ১১ টা থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবারই সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মূলত মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিংয়ের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়।
মামলাকারীর দাবি, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। কারণ, করোনা পরবর্তী সময়ে অনলাইন পরিষেবাতেই বেশি জোর দেওয়া হয়েছে। সেই সব পরিষেবা ব্যাহত হচ্ছে যার ফল ভুগছেন সাধারণ মানুষ। মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে বৃহস্পতিবারই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। ডিভিশন বেঞ্চ এও নির্দেশ দিয়েছে যে ইন্টারনেট কেন বন্ধ রাখা হবে, সে বিষয়টি হলফনামায় উল্লেখ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584