কলকাতায় ঠিকা ভাড়াটিয়া ও বস্তিবাসীরা বানাতে পারবেন বাড়ি, নতুন নিয়ম পুরসভার

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শহর কলকাতার ঠিকা ভাড়াটিয়াদের জন্য সুখবর। এখন থেকে কলকাতায় জমি কিনে বাড়ি করার সাধারণ নিয়মেই পুরসভার প্ল্যান অনুমোদন করেই বাড়ি তৈরি করতে পারবেন তাঁরা। এছাড়াও বাড়ি তৈরির ক্ষেত্রে ঠিকা জমিতে এতদিন শুধু দোতলা বাড়ি করারই অনুমতি মিলতো, এবার জমির মাপ অনুযায়ী বহুতলও নির্মাণ করতে পারবেন তাঁরা।

Kolkata Municipal Corporation | newsfront.co
ফাইল চিত্র

শুক্রবার মেয়র পারিষদ বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকেই নতুন এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান যে, ঠিকা ভাড়াটিয়াদের হয়রানি বন্ধ করতে সমস্ত আবেদন জমা নেওয়া হবে পুরভবনের কাউন্টারেই। এই বিষয়ের দায়িত্ত্বে থাকবেন বিশেষ কমিশনার। সব ঠিকা ভাড়াটিয়াকে প্রাপ্য অধিকার দিলে তবেই বাড়ির নকশা অনুমোদন করবে পুরসভা।

আরও পড়ুনঃ বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৭, অসুস্থ অনেকে

এতদিন ঠিকা জমিতে বাড়ি তৈরির জন্য ব্যাংকের ঋণ পাওয়া যেত না। এদিন মেয়র জানান, এই ক্ষেত্রে বাড়ি নির্মাণের জন্য ব্যাংক ঋণ নিয়েই পছন্দমতো বাড়ি বানাতে পারবেন বস্তিবাসীরা ও অন্য ঠিকা ভাড়াটিয়ারা। কলকাতায় এমন জমির পরিমাণ প্রায় ২ হাজার একর এবং হাওড়ায় ৫১৭ একর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here