শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে শুরু হতে চলেছে ডিসেম্বর মাসে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। নাইসেডের অনুরোধে ফিরহাদ হাকিম যে প্রথম ভ্যাকসিন নেবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার কবে তার ওপরে ভ্যাকসিন প্রয়োগ হবে তাও জানিয়ে দিলেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক।
সোমবার ফিরহাদ হাকিম জানান, আগামী ২ ডিসেম্বর অর্থাৎ বুধবার বিকেল চারটেয় নাইসেডে করোনা ভ্যাকসিন নেওয়ার কথা। তারপর তা ধাপে ধাপে দেওয়া হবে এক হাজার জন স্বেচ্ছাসেবীকে।
প্রসঙ্গত সারাদেশে যে শহরে করোনা ভ্যাকসিনের শেষ পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ চলছে, সেই সমস্ত এলাকায় মেয়ররা এই প্রস্তাব পাচ্ছেন। আর ঠিক সেভাবেই প্রস্তাব দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিমকেও।
আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, মোদীর ডাকে সর্বদল বৈঠক শুক্রবার
তবে সব রাজ্যের মেয়ররা তাদের শারীরিক অবস্থা বিচার করে এই ভ্যাকসিন নিতে রাজি হয়ে যাননি। কিন্তু কলকাতায় এক কথায় রাজি হয়ে যান ফিরহাদ হাকিম। উল্লেখ্য ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির আহমেদ করোনা আক্রান্ত হলেও তিনি নিজে কখনো করোনা আক্রান্ত হননি।
আরও পড়ুনঃ ‘গুন্ডা’ বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ দিলীপ ঘোষের
প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগে জনগণের মন জিতে নেওয়ার এত বড় সুযোগ ছাড়তে চান নি কলকাতা পুরপ্রশাসক। তিনি বলেন, “মারণ এই করোনা ভাইরাস বহু মানুষের প্রাণ কেড়েছে। তাই এর সমাধান সূত্র বের করতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, আমি তাতেও রাজি। মানুষকে এভাবেও তো সেবা করা যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584