বিজেপি দল কে নিষিদ্ধ করা উচিত,মত ফিরহাদের

0
85

পিয়ালী দাস,বীরভূমঃ

firhad says about the bjp party
বীরভূমে তৃণমূলের বর্ধিত সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম।নিজস্ব চিত্র

রবিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।আগামী দিনে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোন পথে চলবে তারই দিশা দিতে আজকে এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন তিনি। ফিরহাদ হাকিম বলেন,”বিজেপি সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে।মালেগাঁও বিস্ফোরক কান্ডে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই সাধভি প্রজ্ঞা এখন বিজেপি সাংসদ।

তার মানে একজন সন্ত্রাসবাদী বিজেপি সাংসদ হয়।তাই বিজেপিকে নিষিদ্ধ করা উচিত।গুজরাটের যা করেছিল বিজেপি সেটাই করেছিল উত্তর প্রদেশের মুজাফরনগরে,সেই পরিকল্পনা পশ্চিমবাংলায় করার চেষ্টা করছে।ধর্মীয় মেরুকরণ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর অত্যাচার করছে।বিনা প্ররোচনায় সন্দেশখালিতে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীকে খুন করল বিজেপি।

আরও পড়ুনঃ রামকে অপমান করছে বিজেপি বললেন ফিরহাদ

পুলিশকে বলব কোথা থেকে গুন্ডা নিয়ে এসে এই ধরনের কান্ড করলো তা যেন সঠিকভাবে তদন্ত করে দেখে।যদিও প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক।নিরীহ মানুষদের প্ররোচনা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বিজেপি নেতারা।যারা মারা গেছেন তারা নিরীহ মানুষ। বাংলার আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে বাংলা কে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। নিজেরাই আইন হাতে তুলে নিয়ে পুলিশকে আক্রমণ করছে,নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে,তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করছে, নাটক করে দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছে যে বাংলার আইন শৃঙ্খলার অবস্থার অবনতি হয়েছে।

তাই অবিলম্বে বিজেপিকে নিষিদ্ধ করা উচিত।” তিনি আরও জানান, “সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলোতে গিয়ে জোর করে বিনা প্ররোচনায় জয় শ্রীরাম বলে মানুষকে উত্তেজিত করছে।এই পরিস্থিতিতে বাংলার মানুষ হিসাবে তীব্র প্রতিবাদ করছি।বিজেপির এই সব বেয়াদবি পানা কঠোরভাবে আমরা মোকাবিলা করব।

একটা রাজনৈতিক দল যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তাদের অনেক সহনশীল মনোভাব দেখানো উচিত,কিন্তু সেটা না করে উল্টে বাংলা এবং বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে।আগামী দিনে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে বাংলার মানুষ কখনোই সমর্থন জানাবে না।”
এদিন এমনি কড়া ভাষায় বিজেপিকে আক্রমন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here