করোনার হানা পুরমন্ত্রীর বাড়িতে! আক্রান্ত ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার

0
163

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রোগ ধনী-দরিদ্রের বাধ মানে না। তাই ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রীর পর এবার করোনা হানা দিল খোদ পুরমন্ত্রীর বাড়িতে। সূত্রের খবর, করোনায় আক্রান্ত ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। যদিও ইয়াসিরের চিকিৎসা চলছে বাড়িতেই। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।

Yasir haidar | newsfront.co
ইয়াসির হায়দার। ফাইল চিত্র

ফিরহাদ হাকিমের আয়োজিত কলকাতার অন্যতম নামী দুর্গাপুজো চেতলা অগ্রণীর সঙ্গে যুক্ত ইয়াসির যথেষ্ট সক্রিয় বলেই পরিচিত ঘনিষ্ঠ মহলে। পুজোর নানা কাজের পাশাপাশি সমাজকল্যাণ মূলক কাজও করে থাকেন তিনি। মাস দুই আগে আমফান বিধ্বস্ত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গিয়ে নিজের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছেন ইয়াসির।

পরিবার সূত্রে খবর, যাতে তাঁর থেকে সংক্রমণ অন্যদের শরীরেও ছড়াতে না পারে, তার জন্য সবরকম সাবধানতা নেওয়া হচ্ছে। এর আগে রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিদেবী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিত্সা চলছে। মন্ত্রী সাধন পাণ্ডে পরিবারের সদস্যরা সকলেই আপাতত রয়েছেন হোম আইসোলেশনে। এবার ইয়াসিরকেও হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here