ছত্রিশগড় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী প্রয়াত

0
110

ওয়েব ডেস্ক, নিউজফ্রন্টঃ

প্রয়াত হলেন ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী। শারীরিক অবস্থার অবনতি হলে ২০ দিন আগে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার দুটি কার্ডিয়াক অ্যারেস্ট হয় অজিত যোগীর। এরপরই মৃত্যু হয় তাঁর। গত ২০ দিনে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় আরও অসুস্থ হয়ে পড়েন ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী। এরপরই শুক্রবার রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে বেলা সাড়ে ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিত যোগী।

Ajit Yogi | newsfront.co
ফাইল চিত্র

যাঁর অধীনে যোগীর চিকিৎসা হচ্ছিল, সেই প্রবীণ চিকিৎসক ডাঃ সুনীল খামেকা বলেন, “তিনি একের পর এক দুটি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং আমরা তার হার্টের ক্রিয়াকলাপটি দুই ঘন্টা ধরে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম, তবে শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।”

আরও পড়ুনঃ লকডাউনের ভবিষ্যৎ? প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী

গত ৯মে বাড়িতে প্রাতঃরাশের পর হৃদরোগে আক্রান্ত হন যোগী। এরপরই তাঁকে রায়পুরের ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেটরে রাখে। অজিত যোগীর স্ত্রী বিধায়ক রেনু যোগী এবং পুত্র অমিত যোগী তাঁর পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে টুইটারে লেখেন, “আমার মতো আজ ছত্তিশগড়ও ক্ষতির মুখোমুখি হচ্ছে। ছত্তিশগড় রাজ্যের মাথা থেকে আজ বাবার হাত উঠে গেল। ছত্তিশগড় নেতা নয়, পিতা হারিয়েছে।”

ছত্তিশগড় যখন আলাদা রাজ্য হিসাবে ঘোষিত হয়। সেইসময় রাজনীতিবিদ, যোগী ১৯২০ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের নভেম্বর পর্যন্ত তৎকালীন কংগ্রেস সরকারে ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ার পরে যোগী কংগ্রেস থেকে বেড়িয়ে আসেন। পরে তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে জনতা কংগ্রেস ছত্তিসগড় (জে) গঠন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here