মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসে কাবু গোটা বিশ্ব। তবে বছরের শুরুতেই প্রথম ভারতে করোনা প্রবেশ করেছে। এমনটাই জানা ছিল সকলের। কিন্তু না, চলতি বছরের শুরুতে নয়, গত নভেম্বরেই এ দেশে প্রথম প্রবেশ করেছে কোভিড-১৯। বিজ্ঞানীদের নয়া দাবিতে চমকে উঠছেন দেশবাসী। শুধুমাত্র পরীক্ষা করা হয়নি বলে সেই সময় বিষয়টি ধরা পড়েনি। কিন্তু বর্তমানে নতুন গবেষণার ফলে বিষয়গুলি সামনে আসছে।
পঞ্চম দফার লকডাউনের চতুর্থ দিনে কনটেনমেন্ট জোন ছাড়া দেশের অন্য এলাকাগুলি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। যদিও ভারত-সহ এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ৬৫ লক্ষ। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লক্ষেরও বেশি মানুষের। ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৭ হাজার ৬১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৮১৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজারেরও বেশি করোনা রোগী।
আরও পড়ুনঃ এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৩ টি উল্কাপিণ্ড
এহেন পরিস্থিতিতে গবেষক দল জানালেন, ৩০ জানুয়ারি নয়, গত নভেম্বরেই ভারতে প্রথম প্রবেশ করেছিল করোনা। গবেষকদের এহেন চাঞ্চল্যকর তথ্যে হতবাক আমজনতা। এই তথ্যের জেরে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কয়েকটি ভাইরাল স্ট্রেন বিশ্লেষণ করে হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি-এর গবেষকদের অনুমান, ৩০ জানুয়ারি নয়, এ দেশে করোনা ঢুকেছিল তার আগেই নভেম্বর মাস নাগাদ। সম্ভবত ২৬ নভেম্বর নাগাদ তেলেঙ্গানাতে প্রথম সংক্রমিত হয়েছিল করোনা ভাইরাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584