রাজ্যে প্রথম গ্রিন পোলিং স্টেশন

0
95

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার জেলা হেমতাবাদ হাই স্কুলে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যে প্রথম গ্রীন পোলিং স্টেশন করার লক্ষ্যে বৃক্ষ রোপন করলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ হাইস্কুলে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।বৃক্ষ রোপন করে তিনি বলেন সবুজায়নের মাধ্যমে এই পোলিং স্টেশন তৈরি হবে আগামী দিনে।যেখানে সাধারন মানুষ প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।জেলাশাসক আরও বলেন একজন পিতা মাতা যেমন সন্তান কে ছোট থেকে লালন পালন করে বড় করে তেমনই গাছকে ভালবেসে ছোট থেকে লালন পালন করুন সন্তানের মতন করে তবেই গাছ আপনাকে আগামী দিনে দেখবে।

ঝাড়ুহাতে জেলা শাসক।নিজস্ব চিত্র

এদিন গ্রীন পোলিং স্টেশন করার পাশাপাশি স্কুলের স্বচ্ছতা ব্যাপারে নিজেই ঝাঁটা হাতে নিয়ে এগিয়ে আসে সাফাই করতে এগিয়ে যান যা উপস্থিত সকলকে তাক লাগিয়ে দেয়,জেলাশাসককে দেখা যায় কখনো ঝাড়ু হাতে সাফাই করতে কখনো দেখা যায় বৃক্ষরোপণ করতে কখনো দেখা যায় স্কুলের মিডডে মিল ঠিকঠাক চলছে কিনা তার খোঁজ নিতে সরাসরি স্কুলে রান্না ঘরে চলে যেতে।আর এতে ভীষণ খুশি স্কুলের ছাত্র ছাত্রীরা।আজ এন আর জি এস প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল বিদ্যালয়ের স্কুল পরিস্করণ দিবস হিসেবে পালিত হয়।যেখানে দেখা যায় জেলাশাসক কে বহু বৃক্ষ পাট্টা হোল্ডারদের বৃক্ষ পাট্টা দিতে।

বৃক্ষরোপণ।নিজস্ব চিত্র

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন আর এ ই জি এস প্রকল্পের জেলা আধিকারিক শুভজিৎ গুপ্ত হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, বিশিষ্ট সমাজসেবী গৌতম পাল,হেমতাবাদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বিস দাস, এদিন হেমতাবাদে ১৬জন বৃক্ষ পাট্টা হোল্ডারদের ১০০টি করে বৃক্ষ পাট্টা দেওয়া হয়।

আরও পড়ুনঃ চেতলা সেতুর ভেঙে পড়া চাঙরে আহত এক মহিলা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here